ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


যে কারণে বিপদে পাকিস্তান


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫০

শক্তিমত্তা ও পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। ৩৫ বার মুখোমুখি হয়ে ৩১টিই জিতেছে পাকিস্তান। তাই এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ফেবারিট মানতে কাপর্ণ্য করেননি টাইগার কোচ স্টিভ রোডস। তবে এসব পরিসংখ্যান এগিয়ে থাকলেও কয়েকটি কারণে বিপদেই থাকবে পাকিস্তান ক্রিকেট দল।

চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে টানা দুই হারে পাকিস্তান দল আত্মবিশ্বাসহীনতায় ভুগছে তা অকপটে স্বীকার করেছেন পাকিস্তান কোচ মিকি আর্থার। এই জায়গা থেকে এগিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিতেছে টাইগাররা। এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিয়েছে বলে ক্রিকেট বিশ্লেষকদের অভিমত।

পাকিস্তান পেসারদের অফফর্ম তাদের আরেকটি দুশ্চিন্তার কারণ। পাকিস্তানি পেসারদের নিয়েই বাংলাদেশের বড় ভয় ছিল। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের ফ্রন্টলাইন পেসার মোহাম্মদ আমির একেবারেই ফর্মে নেই। গত ছয় ওয়ানডেতে তিনি একটি উইকেটও পাননি। ফলে এশিয়া কাপে একাদশের বাইরেই থাকতে হয়েছে তাকে।

অন্যদিকে পেসার হাসান আলি এশিয়া কাপের সব ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট পেয়েছেন। উইকেট প্রতি খরচাটাও অনেক, ৫১.৬৬ রান। ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারেননি উসমান খানও। একাদশে জায়গা পেতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।

ফিল্ডিংয়েও রয়েছে সমস্যা। পাকিস্তান গত দুই ম্যাচে ভুরি ভুরি ক্যাচ ড্রপ করেছে। শুধু আফগানিস্তানের বিপক্ষের ম্যাচেই ফেলেছে পাঁচ ক্যাচ। আর ভারতের বিপক্ষে তিনটি।

সবশেষে ব্যাটিংয়েও খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান। ইমাম উল হক আর ফাখর জামান দুই ওপেনার এশিয়া কাপের আগে প্রায় অপ্রতিরোধ্য জুটি হয়ে গিয়েছিলেন। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২১০ রানের ইনিংস খেলা ফাখর চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন মাত্র ৫৫ রান।

আরেক ওপেনার ইমাম রান পেলেও সেঞ্চুরির দেখা পাননি। চার ম্যাচে সর্বসাকুল্যে ৫৮ রান করেছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। মাত্র ৪৬ রান পেয়েছেন আসিফ আলি।

সবমিলিয়ে পাকিস্তান সব বিভাগেই বেশ অস্বস্তিতে আছে। এই সুযোগটা কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনালে দেখা যাবে টাইগারদের।

আইএমটি