ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে করোনার প্রভাব!


৯ মার্চ ২০২০ ২২:০২

করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করা যাচ্ছে না। বরং সারা বিশ্বে আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ছড়ানোর আড়াই মাস পর রবিবার (৮ মার্চ) বাংলাদেশে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (৯ মার্চ) মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচে জনসমাগম চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণে টিকিট বিক্রি সীমিত রাখছে তারা। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে মাথাপিছু একটির বেশি টিকিট নিতে পারবে না কেউ। করোনা থেকে সাবধান থাকতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। মিরপুরে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউজের (শহীদ জুয়েল/শহীদ মুশতাক স্ট্যান্ড) টিকিটের মূল্য ৩০০ টাকা করে। সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা করে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্য ইস্টার্ন স্ট্যান্ডের। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে আছে ওয়ালটন। এই সিরিজে টাইগারদের স্পন্সর হিসেবে আছে আকাশ ডিটিএইচ।

নতুনসময়/আইকে