ভারতের বিপক্ষে আফগানদের বড় সংগ্রহ

এশিয়াকাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের দুর্দন্ত শতকে ভর করে আফগানিস্তানের রানের খাতা বন্ধ হয় ২৫২ রানে।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে পাচটায় মাঠে গড়ায় ম্যাচটি। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে একে একে উইকেট বিসর্জন দেয় আফগান ব্যাটসম্যানরা। দলকে একাই টেনে তুলেছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ১২৪ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের জবাব দেয়ার পাশাপাশি দলকে একটি বড় সংগ্রহ এনে দেন। এছাড়া মোহাম্মদ নবীও নজরকাড়া ব্যাট করেছেন। ৫৬ বলে ৬৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে এটি তার ১২তম অর্ধশত।
এই দুই ব্যাটসম্যানের উপর ভর করেই মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। সুতরাং জিততে হলে ভারতকে করতে হবে ২৫৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ইনিংস: ২৫২/৮ (৫০ ওভার)
(মোহাম্মদ শাহজাদ ১২৪, জাভেদ আহমদি ৫, রহমত শাহ ৩, হাশমতউল্লাহ শহীদি ০, আসঘার আফগান ০, গুলবদিন নাইব ১৫, মোহাম্মদ নবী ৬৪, নাজিবউল্লাহ জাদরান ২০, রশীদ খান ১২*, আফতাব আলম ২*; খলিল আহমেদ ১/৪৫, দীপক চাহার ১/৩৭, সিদ্ধার্থ কাউল ০/৫৮, রবীন্দ্র জাদেজা ৩/৪৬, কুলদীপ যাদব ২/৩৮, কেদার যাদব ১/২৭)।
ভারতঃ ১৯/০ (৩ ওভার) রাহুল ৭* রাইডু ৮*
এসএ