কাল শুধু ব্যাটেই নয়, স্ট্যাম্প ভাঙতেও চান!

নাজমুল হোসেন তামিমের জায়গায় টানা ৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সবকটাতেই ব্যর্থ। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। কাল পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের দুশ্চিন্তা ওপেনিং জুটি নিয়েই। সৌম্য এই ম্যাচে সুযোগ পেলে ব্যাটেই নয়, বোলিং করে প্রতিপক্ষের স্ট্যাম্প ভাঙতেও চান।
নাজমুল হোসেন ওপেনিং জুটির ব্যর্থতার কাঠগড়ায় সবার আগে। টিম ম্যানেজমেন্ট টানা তিন ম্যাচে তাকে খেলিয়েছে। ছয় থেকে বিশ রানের বেশি অবদান রাখতে পারেননি তরুণ ওপেনার নাজমুল হোসেন। আরেক ওপেনার লিটন দাসও দিতে পারছেন না প্রত্যাশার প্রতিদান। তবে ইতিবাচক দিক হচ্ছে ০, ৬, ৭ রানের পর সবশেষ আফগানদের বিপক্ষে ৪১ রান করেছেন। ধারাবাহিক ব্যর্থতায় কাল পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ ওপেনিং জুটিতে পরিবর্তন আনার আভাস মিলছে। যদি পরিবর্তন আসেই, নাজমুলের জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে সৌম্য সরকারের।
ইমরুলের সঙ্গে হঠাৎ উড়িয়ে নেওয়া সৌম্যকে একাদশে সুযোগ দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ কোচ স্টিভ রোডস অবশ্য আজ সংবাদমাধ্যমকে সরাসরি কিছু বলতে চাননি, ‘আপনারা দেখেছেন সে আজ এখানে অনুশীলন করেছে। সব খেলোয়াড়ের মতো সে এই ম্যাচে খেলার যোগ্যতা রাখে। এখনো আমরা একাদশ করিনি। অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে বসে একাদশ ঠিক করব। দলের ১৭ জন খেলোয়াড়ের মতো সে খেলতে উন্মুখ।’ তবে দলীয় সূত্রে জানা গেছে, কোচ চান নাজমুলকে আরও একটি সুযোগ দিতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্যের মত সৌম্যকে নেওয়ার। ‘এটা নিয়ে চিন্তাভাবনা চলছে’, সন্ধ্যা পর্যন্ত এতটুকুই জানা গেল টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কাছে।
প্রায় এক বছর ওয়ানডে দলের বাইরে থাকা সৌম্যর একটা আনন্দস্মৃতি আছে পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি ও সর্বোচ্চ (১২৭) রানের ইনিংসটা তাঁর পাকিস্তানের বিপক্ষেই খেলা। প্রতিপক্ষ দলে বাঁহাতি পেসারের আধিক্য ও অতীত রেকর্ড ঘাঁটলে সৌম্যকে একাদশের বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে না। বাঁহাতি ওপেনার সুযোগ পাবেন কি না, সেটি না বলুন, ইমরুল কায়েসের ব্যাটিং পজিশন নিয়ে নিশ্চয়ই বলতে পারেন। বাঁহাতি ব্যাটসম্যান কি আবারও ছয়ে নামবেন? না, রোডস এ নিয়েও কিছু বলতে চাননি, ‘দেখুন আমাদের কৌশল ফাঁস করতে পারি না। ম্যাচটা জিততে চাই। পাকিস্তান আমাদের কৌশল জানুক, সেটি চাই না। কেন চাই না, আশা করি বুঝতে পারছেন। সবাই আমরা এখানে এসেছি বাংলাদেশকে জেতাতে।’