ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


জুনিয়র হকির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আল আরাফাহ ইসলামী ব্যাংক মেন্স জুনিয়র এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হকি ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ৪-১২ জুন হবে এই আসর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ টুর্নামেন্ট উপলক্ষে এশিয়ান হকি ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সাথে টুর্নামেন্টের লোগো উন্মোচন হয়। গতকাল ঢকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এশিয়ান সলিডারিটি কমিশন মেম্বার ও এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী পরিচালক দাতো তৈয়ব ইকরামের সাথে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরানিবায়াত এই সমঝোতা চুক্তি করেন। এ ছাড়াও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সাথে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর চুক্তিতে আবদ্ধ হয় বাংলাদেশ হকি ফেডারেশন। একই দিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্র্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।