ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের জাতীয় পর্ব শুরু সোমবার


২৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭

তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য সরকার কয়েক বছর আগে শুরু করেছে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় (বালক) ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ফুটবল টুর্নামেন্ট।

প্রতিভাবান বাছাইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং ওই টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলারদের খেলার সুযোগ অব্যাহত রাখতে সরকারের দ্বিতীয় প্রকল্প যুবাদের নিয়ে টুর্নামেন্ট। যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ। এই টুর্নামেন্টেরই জাতীয় বা চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হচ্ছে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সোমবার শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।’

টুর্নামেন্টের বালক বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১১৩০৫০ জন এবং বালিকা বিভাগে ১১৮২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর তৃণমূল পর্যায় থেকে তরুণ ও উদীয়মান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে এই বয়সভিত্তিক খেলাগুলো চালু করেছি। গত আসরে এই টুর্নামেন্ট থেকে বাছাই করে ৪২ জনকে বিকেএসপিতে তিনমাস প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মধ্যে থেকে চারজনকে আমরা ব্রাজিলে পাঠিয়েছিলাম উন্নত প্রশিক্ষণের জন্য। আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে আমাদের।’

তৃণমূল থেকে ফুটবল উন্নয়নের বিশাল এই কাজটি সরকার করে আসলেও দেশের ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সাফল্য পাচ্ছে না। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘আমাদের বিশ্বাস, আগামী ৩-৪ বছর পর জাতীয় পর্যায়ের সাফল্য আমরা পাবো।’