ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


‘চিৎকার শুনে পা দু’টাকে বলি তৈরি হ’


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫০

এশিয়া কাপে আফগানদের বিপক্ষে মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ দিন তিনি ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। যা বাংলাদেশের কোন বোলারদের জন্য একটা রেকর্ড। আনন্দের এই দিন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

আবেগঘন পরিস্থিতে তিনি যা লেখেন তা নতুনসময়ের পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হল:

মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্তু মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল।’

‘যত বার ইনজুরিতে পরেছি তত বার মনে হয়েছে এবার মনে হয় আর পারবো না। কিন্তু যখনি গ্যালারি ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরি হ, কারণ আমি আবার মাঠে নামব। যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরও অনেক টা পথ। দোয়া করবেন সবাই।’

এমএ