ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মুস্তাফিজকে নিয়ে যা বললেন সঞ্জয়


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৯

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। হাতে উইকেট ছিলো ৪টি। তবুও ম্যাচ থেকে ছিটকে যায় রশিদের আফগানিস্তান।

শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যর্থ হন আফগান ব্যাটসম্যানরা। আফগানদের এমন দুর্দশায় ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া ধারাভাষ্যকার বলেন, ম্যাচের শেষ মুহুর্তে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান দল। সেই সঙ্গে তারা মানসিকভাবে বাড়তি চাপ নিতে পারেনি।

অপরদিকে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা জানিয়ে তিনি বলেন, মুস্তাফিজ ঠান্ডা মাথার খুনি। চাপের মধ্যে রান তাড়া করা সহজ নয়, এখানেই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান। যদি তিন-চার রান প্রয়োজন হত, বেশি উইকেট না হারিয়ে তারা সেটা করে ফেলতে পারতো। কিন্তু যখনি ছয় রানের উপরে তাদের দরকার হয়েছে তারা চাপটা সামাল দিতে পারেনি। এসময় মানসিকতা ঠাণ্ডা রাখতে হবে আপনাকে। মুস্তাফিজ সেটাই করতে পেরেছে। আমি বলবো মুস্তাফিজের ঠাণ্ডা মানসিকতার কাছেই হেরেছে আফগানিস্তান।

এমএ