ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ব্যাটিংয়ে নেমেছে আকবর-ইমনরা


১৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৩

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়েকে মোকাবিলা করেছেন যুবদলের ছয় ক্রিকেটার। প্রথমদিন শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান তুলে জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা। গতকাল ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে আজ তারা ব্যাট করতে নামেনি জিম্বাবুয়ে। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠায় তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেটে না হারিয়ে ১৮ রান।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে: ২৯১/৭ (ডিক্লে.)

বিসিবি একাদশ: ১৮/০ (ওভার: ৩)

বিসিবি একাদশের স্কোয়াড: নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন অ্যানি শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার এমপফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।