তরুণদের ব্যর্থতার আসল কারণ
-2018-09-24-19-49-28.jpg)
মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ- বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার। দলের সব সাফল্যের পিছনে তাদের অবদানই সবচেয়ে বেশি। কিন্তু তাদের বাইরে তরুণদের পারফরম্যান্সই এই মুহূর্তে চোখে পড়ার মত নয়, যা বিসিবির বড় দুশ্চিন্তার কারণ।
এক কথায় বাংলাদেশ ক্রিকেটে তরুণদের অবস্থা খুবই করুণ। গত কয়েক বছর ধরে তরুণদের নিয়মিত ব্যর্থতা চিত্র এবারের এশিয়া কাপে মহামারি আকারে ধারণ করেছে। সম্প্রতি এশিয়া কাপে একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটারের দিকে তাকালে তরুণ ক্রিকেটারদের বর্তমান অবস্থা সহজেই অনুধাবন করা সম্ভব।
সিনিয়ররা সবসময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক। এশিয়া কাপে তামিম নেই। মুশফিক-সাকিব ইনজুরি নিয়ে খেলছেন। রিয়াদ গতকালের ম্যাচের আগে রানে ছিলেন না। এশিয়া কাপের এই পরিস্থিতিতে আশা ছিল লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তরা দায়িত্ব নিয়ে খেলবেন। কিন্তু বাংলাদেশের কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার আগেই তুরুপের তাসের ঘরের মতো ভেঙে পড়লেন এই তরুণ ক্রিকেটাররা।
তাই শেষ ভরসা হিসেবে ভারতের সঙ্গে ম্যাচ চলাকালেই খুলনা থেকে উড়িয়ে আবুধাবি নেওয়া হলো ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। অভিজ্ঞতার দিক থেকে এই দুইজন বেশ এগিয়ে। কিন্তু তরুণদের একের পর এক ব্যর্থতায় বাধ্য হয়েই টিম ম্যানেজমেন্ট ডেকে পাঠালেন তাদের। মোসাদ্দেকের বদলে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন ইমরুল।
আবার তামিমের যোগ্য সঙ্গী ধরা হয়েছিল লিটনকে। গত এক বছর ৬টি ওয়ানডে খেলেছেন। তামিমের ইনজুরিতে নিজেকে প্রমাণের বড় সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেও ব্যর্থ তিনি। লিটনের সঙ্গী নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে সবে মাত্র অভিষিক্ত হলেন। তাঁকে কাঠগড়ায় এখনই দাঁড় করানোর সুযোগ নেই। তবে তার ব্যাটিং টেকনিক ও টেম্পারমেন্ট ইতিমধ্যেই ভ্রুকুটির জন্ম দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
মেহেদী হাসান মিরাজ তরুণদের মধ্যে সবচেয়ে ভালো খেলছেন। বল হাতে দারুণ খেললেও ব্যাটিংয়ে এখন পর্যন্ত সেভাবে কিছু করতে পারেননি। তাকে ভবিষ্যতের সাকিব বলা হলেও নিজেকে শুধু বোলিং দিয়েই প্রমাণ করেছেন।
তবে তরুণরা এখনই ভাল কিছু করে না দেখাতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনেকটাই আন্দাজ করা সম্ভব। পঞ্চ-পাণ্ডব তাঁদের ক্যারিয়ারের প্রাইম সময় পার করছেন। এই সময়টা শেষ হয়ে গেলে বাংলাদেশের ক্রিকেট যে আবারও পিছিয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
এমএ