এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কি?

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে এবারের এশিয়া কাপ। বিগত ৩ আসরে দারুণ পারফমেন্স করা বাংলাদেশ দলের এবারের লক্ষ্য কি?
ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের খেলোয়াড়রা জানিয়েছেন লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। টাইগার ওয়ানডে কাপ্তানও জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এক নজরে দেখে নিন শক্তিমত্তার দিক থেকে এগিয়ে কারা-
১) ভারত: এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। তাদের লম্বা ব্যাটিংলাইনের সাথে রয়েছে বুমরাহ, অশ্বিন, ভুবেনশ্বরের মত বোলার। ওপেনার হিসেবে খেলতে পারেন রোহিত, শিখর ধাওয়ান। ওয়ান ডাউনে যথারিতি বিরাট কোহলি। তাই বলা যায় চলতি এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবীদার কোহলির ভারত।
২) বাংলাদেশ: ২০১৫ সাল থেকে নিয়মিত ভালো খেলছে বাংলাদেশ। ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ এশিয়া কাপের ফাইনালে হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যায় সাকিবদের হাত থেকে। এবার নিশ্চই সেই ভুল করবে না বাংলাদেশ।
৩) পাকিস্তান: এশিয়ার অন্যতম পরাশক্তি কিন্তু ধারাবাহিকতা না থাকায় আলোচনায় থাকে না পাকিস্তান। যেমনটা হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে ভ্যানু আরব আমিরাত বলেই এবারের আসরের অন্যতম শিরোপার দাবিদার সরফরাজের নেতৃত্বে থাকা দলটি।
৪) শ্রীলঙ্কা: হাতুরুসিংহের নেতৃত্বে পাল্টে গেছে শ্রীলঙ্কা। তবে এখনও নিজেদের সেরা অবস্থানে আসতে পারেনি দলটি। তাদের দলেও রয়েছে কুশাল মেন্ডিস, পেরেরাদের মত অলরাউন্ডার। তাইতো শক্তিমত্তার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।