ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির


১ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শৃঙ্খলা কমিটি এ শাস্তি ঘোষণা করেন।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিসিবির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বিসিবি সভাপতির সম্মতি পেলে কাল থেকেই শাস্তি কার্যকর করা হবে।

এদিকে, শতর্ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

প্রসঙ্গত, সম্প্রতি নারী কেলেঙ্কারি ও ভক্তকে মারধরের অভিযোগে অভিযোক্ত করা হয় জাতীয় দলের এ ব্যাটসম্যানকে। অনেকবার শতর্ক করার পরেও আচরণে পরিবর্তন না আনায় এবার শাস্তির মুখে তিনি। অপরদিকে দলের আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত স্ত্রী নির্যাতনের মামলায় অভিযুক্ত। বৈঠকের আগে দু-জনকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য এর আগেই গণমাধ্যমে সাব্বিরের শাস্তির বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি ক্রিকেটারদের শৃংখলার বিষয়ে আরও কঠোর হবার কথাও জানিয়েছেন। ক্রিকেটারদের মানসিক উন্নয়নে একজন বিশেষজ্ঞ নিয়োগের বার্তাও দেন পাপন।

এসএ