হেলিকাপ্টার দূর্ঘটনায় বাস্কেটবল কিংবদন্তির মৃত্যু

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মেয়ে জিয়ানাসহ বাস্কেটবল কিংবদন্তি কবি বার্য়ান্ট (৪১) মারা গেছেন। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে এই দুর্ঘটনায় পাইলটসহ মোট নয়জন আরোহীর মৃত্যু হয়েছে। জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
লস অ্যাঞ্জেলেসের শেরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার হতে এই মহাতারকাকে।
ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে, ১৩ বছর বয়সী জিয়ানাসহ বার্য়ান্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯৭৮ সালের ২৩ আগস্ট পেনিসিলভানিয়ায় জন্ম নেয়া বার্য়ান্ট ১৯৯৬ সালে ক্যারিয়ার শুরু করেন। দুই দশক বাস্কেটবল জগতে রাজত্ব করে ২০১৬ সালে অবসরের সিদ্ধান্ত নেন। তার আগে ১৮ বার অলস্টার ও পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
২০০৮ ও ২০১২ সালে দেশের হয়ে অলিম্পিক সোনাও জয় করেন বার্য়ান্ট। ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য ২০১৮ সালে জিতেছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যা অস্কার হিসেবে পরিচিত।