ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


তারকা ফুটবলার পিকে এখন জেলে


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৬

বাংলাদেশের বতর্মান হট টপিক ড্রাইভিং লাইসেন্স। এ লাইসেন্স নিয়েই বাংলার বুকে এক রের্কড ভিত্তিক অান্দলোন হয়েছিলো সেটা নিয়ে এখনো সবার নজরে রয়েছে। তবে শুধু মাত্র বাংলাদেশেই এই সমস্যা না, গোটা বিশ্বেই তা এখন সচল রয়েয়ে। 
 
এদিকে, তারকা ফুটবলার জেরার্ড পিকেকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ মাসের জেল-জরিমানা করেছেন আদালত সেখানকার আদালত।
 
শুক্রবার (৩১ আগস্ট) বিকালে গাড়ি নিয়ে রাস্তায় নামেন পিকে। ঠিক তখনই তাকে আটকায় ট্রাফিক পুলিশ। যখনই লাইসেন্স দেখাতে ব্যার্থ হন পিকে ঠিক তখনই আদালতে মামলা ঠুকে দেন তারা।
 
তবে ফুটবলার পিকের এই ধরনের অপরাধে অভ্যস্ত তাই এগুলো নিয়ে সে খুব কমই ভাবে। কিন্তু কম ভাবলে কি হবে বছরও গতিসীমা ভাঙার দায়ে শাস্তির মুখে পড়েন তিনি।
 
২০১৪ সালে ট্রাফিক পুলিশের সঙ্গে বিবাধে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা দেন বার্সা ডিফেন্ডার। এর ৩ বছর আগে একই ঘরানার অপরাধে দোষী হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার।
 
সেখানে লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়েছেন পিকে।স্প্যানিশ আইনে এটি গুরুতর অপরাধ। সেখানে এজন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানার উল্লেখ আছে।
 
আরআইএস