উড়ে এসে ফিফটি করল ইমরুল

অবহেলিত ইমরুল তুলে নিল ১৫ তম ফিফটি। ১০ বছরের ক্যারিয়ারে ৭০ ম্যাচে ৬১ বার করেছিলেন ওপেনিং। ৯ বার নেমেছিলেন তিন নম্বর ব্যাটসম্যান হিসাবে। সেই ইমরুল ষষ্ঠ ব্যটসম্যান হিসাবে খেলতে নেমে নির্বাচকদের বুঝিয়ে দিলেন বিপদের বন্ধু কাকে বলে।
দলের বিপদে রিয়াদের সাথে গড়ে তোলেন শত রানে জুটি। গড়লেন ষষ্ঠ উইকেটের রেকর্ড জুটি।
আগের রাতেই দেশ থেকে গেছেন দুবাইয়ে। আজ একাদশে সুযোগ পেয়ে কী দারুণভাবেই না সেটি কাজে লাগালেন ইমরুল কায়েস। ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে করলেন দারুণ এক ফিফটি। ক্যারিয়ারের আগের ৭১ ওয়ানডে ইনিংসের ৬১টিতে নেমেছিলেন ওপেনিংয়ে, বাকিগুলোতে তিনে। কিন্তু আজ তাকে নামিয়ে দেওয়া হয়েছিল ছয় নম্বরে। এই পজিশনে প্রথমবার নেমেই ফিফটি করলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৭৭ বলে ফিফটি করতে ২টি চার হাঁকান ইমরুল।