ইমরুল-রিয়াদের ফিফটি

‘দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ’। টাইগারেরা যখন আফগানস্তানের বিপক্ষে মাঠে নামে তখন শুরুতেই দুই উইকেট হরিয়ে বিপদে পড়ে যায়। দল উদ্ধারের জন্য দেশ থেকে উড়িয়ে ইমরুল কাসেয়কে দলে নেওয়া হলেও লিটনের সাথে ওপেনিং করে মাঠে নামে শান্ত।
প্রথম চার উইকেট পড়ার পরে অবহেলিত ইমরুল মাঠে নামে ক্যারিয়ারে প্রথমবারের মত মিডেল ওর্ডারে। আর নেমেই রিয়াদের সাথে জুটি গড়ে নির্বাচকদের অবহেলার জবাব দেন তিনি। মাহমুদ্দুল্লা রিয়াদ তুলে নেন ২০ তম ফিফটি। রশিদ খানকে ছক্কা হাকিয়ে নিজের হারানো ফর্ম ফিরে পায় এই ফিনিসার।
যখন উইকেটে এসেছিলেন, ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে দল। সেখান থেকে ইমরুল কায়েসকে নিয়ে জুটি বেঁধেছেন মাহমুদউল্লাহ। আফগান বোলারদের দেখেশুনে খেলে সিঙ্গেল বের করেছেন। মারার বল চার মেরেছেন। এরই পুরস্কার হিসেবে পেয়েছেন দারুণ এক ফিফটি। ব্যক্তিগত ৪৯ থেকে আফতাব আলমের বলে সিঙ্গেল নিয়ে ৫৯ বলে ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি ব্যাটসম্যান। এই সময়ে চার মেরেছেন তিনটি।
আগের রাতেই দেশ থেকে গেছেন দুবাইয়ে। আজ একাদশে সুযোগ পেয়ে কী দারুণভাবেই না সেটি কাজে লাগালেন ইমরুল কায়েস। ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে করলেন দারুণ এক ফিফটি। ক্যারিয়ারের আগের ৭১ ওয়ানডে ইনিংসের ৬১টিতে নেমেছিলেন ওপেনিংয়ে, বাকিগুলোতে তিনে। কিন্তু আজ তাকে নামিয়ে দেওয়া হয়েছিল ছয় নম্বরে। এই পজিশনে প্রথমবার নেমেই ফিফটি করলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৭৭ বলে ফিফটি করতে ২টি চার হাঁকান ইমরুল।
এমএ