ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মাহমুদউল্লাহ-ইমরুলে আলো দেখছেন বাংলাদেশ


২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৫

প্রাথমিক বিপর্যয়ের পর লিটন ও মুশফিকের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশ। গড়েছিলেন ৬৫ রানের দুর্দান্ত জুটি। কিন্তু ১৯তম ওভারে প্রথমবারের মত রশিদ খান আক্রমণে আসতেই ছন্নছাড়া হয়ে গেল টাইগাররা। পেয়ে বসেছিল আতঙ্ক। ফলে হুশ হারিয়ে ফিরে গেলেন লিটন, সাকিব ও মুশফিক। তিন ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।

১৮ ওভারে ২ উইকেটে ৭৬ রান থেকে ২১ ওভারে ৫ উইকেটে ৮৭ রানের দলে পরিণত হয় বাংলাদেশ। সেখান থেকে ষষ্ঠ উইকেটে দলকে পথ দেখাচ্ছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ছয় নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েস ও সবসময়ের ‘বিপদের বন্ধু’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার শেষে ৫ উইকেটে ১৬২ রান।

এমএ