ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২১

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

পিচ রিপোর্ট বলছে প্রথমে ব্যাটিং করা দলের জয় সহজ হবে। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের বেস সতর্কতার সঙ্গে রান তুলতে হবে। বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েস দলে সুযোগ পেয়েছেন। এছাড়া ওয়ানডেতে অভিষেক হচ্ছে নাজমুল ইসলাম অপুর।

গ্রুপ পর্বে এই আফগানদের কাছে হেরেই ওয়ানডে র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট হারাতে হয়েছিল টাইগারদের। তবে আজ আফগানদের হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে। তবে বাংলাদেশ হারলে ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ার পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও হারাতে হবে মূল্যবান তিন পয়েন্ট।

আজ ৯০ রেটিং পয়েন্ট নিয়ে খেলতে নামবে টাইগাররা। জিতলে ১ পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯১ পয়েন্টে আর হেরে গেলে সেটা গিয়ে নামবে ৮৭ পয়েন্টে। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখার এই ম্যাচে র‍্যাংকিংয়ে পয়েন্ট হারানোর বিষয়টি নিয়েও ভাবতে বাংলাদেশকে।

অন্যদিকে এশিয়া কাপ থেকে সাব্র আগে ছিটকে যাওয়া শ্রীলংকার রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭। আর দশে থাকা আফগানদের রেটিং পয়েন্ট হচ্ছে ৬৯।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।

এমএ