দুরন্ত রাজশাহীতে সিলেট পর্বের সমাপ্তি

সিলেটের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ এক শুরু এনে দেন রাজশাহী রয়্যালসের দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেন। পাওয়ার প্লে দারুণ ব্যবহার করে উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন দুইজন। জুটি বড় করতে দেননি সিলেটের শেরফানে রাদারফোর্ড। আক্রমণাত্মক ব্যাটিং করা লিটনকে এলবিডাব্লিউ করে ফেরান তিনি। যদিও শুরুতে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরবর্তীতে সঙ্গে সঙ্গে রিভিউ নেন রাদারফোর্ড এবং আম্পায়ার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন। ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলে ফেরেন লিটন। ১৮ রান নিয়ে উইকেটে তখনও আফিফ। নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন অধিনায়ক শোয়েব মালিক।
লিটনের বিদায়ের পর দুর্দান্ত ব্যাটিং করছিলেন আফিফ হোসেন। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু রান আউট হয়ে ৩০ বলে ৪৬ রান করে ফিরতে হয় দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন ইরফান শুক্কুর। ১৪ তম ওভারে ব্যক্তিগত ১০ রান করে সাজঘরে ফিরেন ইরফান। দেলোয়ার হোসেনের বলকে উঠিয়ে খেলতে যেয়ে বোল্ড হয়ে ফিরেন ইরফান। অপরপ্রান্তে তখনও দলের আশা বাঁচিয়ে রেখেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। ৩ ছক্কায় ২২ বলে ২৭ রান করে একই ওভারে দেলোয়ার হোসেনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ইনফর্ম মালিক। শেষে নাওয়াজের ২ ছক্কা এবং ১ চারের ঝড়ো ক্যামিওতে ম্যাচটি নিজেদের করে নেয় রাজশাহী। এ জয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে রাজশাহী।
নতুনসময়/আইকে