ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঢাকায় আসছেন ম্যারাডোনা


১ জানুয়ারী ২০২০ ০৫:৫৯

সামনের ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ। এই বছরকে কেন্দ্র করে সরকারিভাবে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ, পিছিয়ে নেই খেলাধুলার ক্ষেত্রগুলোও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছিল ইউরোপের ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড আসবে বাংলাদেশে। এবার জানা গেল আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে প্রথমবারের মতো ঢাকায় নিয়ে আসা হচ্ছে বাফুফের উদ্যোগে।

এই বিষয়ে ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে যে, মুজিববর্ষে উপলক্ষে ম্যারাডোনা বাংলাদেশে আসবেন। ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, ডিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসবেন, এটা চূড়ান্ত। সময়সূচি চূড়ান্ত করা হবে পরে।