ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


আমিরাতে পৌঁছেছেন সৌম্য-ইমরুল


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৫

এশিয়া কাপের মাঝ পথে হঠাত ডাক পড়েছে স্কোয়াডের বাইরে থাকা দুই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েসের। ডাক পেয়ে এ দলের চলমান ম্যাচ ফেলে তড়িগড়ি করে আমিরাতে উড়াল দিয়েছেন এ দুই খেলোয়াড়।

শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সৌম্য ও ইমরুল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে রাজধানী ছাড়েন। আমিরাতে পৌঁছান বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে।

দুই বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েসকেই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাঠা নামানো হতে পারে।

বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ও সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হার মানে টাইগাররা। এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের

এসএ