নুরুল ঝড়ে নাটকীয় জয় চট্টগ্রামের

সিলেটের দেয়া ১৩০ রানের টার্গেট ১২ বল হাতে রেখেই পৌঁছেছে চট্টগ্রাম। তবে শুনতে যতটা সহজ লাগছে অতটা সহজ ছিল না এই রান তাড়া। সিলেটের উইন্ডিজ পেসার সান্তোকি চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এক পর্যায়ে ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল চট্টগ্রাম। সেখান থেকে অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রামকে জয় এনে দেন নুরুল হাসান সোহান ও কেসরিক উইলিয়ামস। নুরুল ঝড় তুলে ২৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তবে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার লেন্ডল সিমন্স।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পেরেছে সিলেট। চট্টগ্রামের বোলাররা হাতই খুলতে দেন নি সিলেটের ব্যাটসম্যানদের। চট্টগ্রামের তরুণ পেসার মেহেদী হাসান রান নিয়েছেন চার উইকেট, এছাড়া রুবেল হোসেন শিকার করেছেন দুইটি উইকেট। সিলেটের হয়ে সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে ফ্লেচার ৩৮, দ্বিতীয় সর্বোচ্চ ৩০ করেছেন মোসাদ্দেক। চট্টগ্রামের সামনে লক্ষ্য ১৩০ রান।
নতুনসময়/আইকে