ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিপিএলের টিকিটের দাম কমানোর আভাস দিল বিসিবি


১১ ডিসেম্বর ২০১৯ ২৩:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ব্যাটে-বলের লড়াই মাঠে গড়াবে আজ। আসরের প্রথম পর্বের খেলা হবে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে। মাঠে বসে খেলার জন্য গতকাল (১০ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু তুলনামূলক টিকিটের দাম বেশি। তাই দর্শকদের মাঠে ফেরাতে টিকিটের দাম কমানোর আভাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়েবসাইট ছাড়াও টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিট কেনায় কতটা সাড়া তা জানা না গেলেও হইচই নেই টিকিট বুথে।

ব্যাপারটি দিনশেষে হয়ে দাঁড়িয়েছে ভাবনার উদ্রেক। দেশ-বিদেশের তারকাদের নিয়ে এতো বড় আসর আয়োজন করেও যদি দর্শকদের সাড়া না পাওয়া যায়, তাহলে তা বিসিবির জন্য দুশ্চিন্তার কারণই বটে। এ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দিয়েছেন টিকিটের মূল্য কমানোর আভাস। বিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এছাড়া ৩০০, ৫০০ ও ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে মাঠে বসে এক টিকিটে দুই খেলা দেখার সুযোগ। কিন্তু দর্শকদের নিষ্প্রভতায় টিকিটের মূল্য বেশি হয়ে গেল কি না- এমন প্রশ্নও উঠছে। বিসিবির ভাবনা- দর্শকদের সাড়া না পাওয়া গেলে কমানো হবে টিকিটের মূল্য। সাংবাদিকদের নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন- ‘আমরা বিষয়টি দেখছি। কেবল তো শুরু হচ্ছে খেলা। দর্শকদের সাড়া দেখে আমরা পুনরায় বিবেচনা করার কোনো সুযোগ থাকলে অবশ্যই সেটা দেখবো।’ প্রসঙ্গত, ঢাকায় প্রথম ধাপের ম্যাচগুলোর (১১, ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর) টিকিট কেনা যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন টিকিট বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে, প্রতিদিন সকাল নয়টা থেকে। এছাড়া ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনেও। অনলাইনে টিকিট কিনতে হলে ঢুঁ মারতে হবে সহজ, পেপয়েন্ট ও গ্যাজেটবাংলাতে।