টাইগারদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বৃহস্পতিবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। এ ম্যাচে যে দল জয় পাবে সেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
শুরুতে নড়বরে ব্যাটিং সামলে শেষে আফগান বোলার রশিদ খানের তাণ্ডবে বাংলাদেশের সামনে ২৫৫ রানের বিশাল টার্গেট দাঁড় করায় আফগানিস্তান। ৩২ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আফগানদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন হাসমাতুল্লাহ শাহিদি। ৯২ বলে ৫৮ রান করেন তিনি।
এদিকে, বাংলাদেশের হয় সাকিব আল হাসান ৪টি, আবু হায়দার রনি ২টি, রুবেল ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২৫৫/৭ (৫০ ওভার)
সর্বোচ্চ রানঃ শাহিদি ৫৮ (৯২)
টার্গেটঃ ২৫৬
বাংলাদেশঃ
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মমিনুল হক, মিথুন আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, আসগর আফগান, হাশমতাউল্লাহ শহীদী, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ নবী, গুলবদীন নাঈব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
এসএ