ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সব খেলা থেকে নিষিদ্ধ হল রাশিয়া


১০ ডিসেম্বর ২০১৯ ০৫:২৮

ক্রীড়াঙ্গনের একটি বড় সমস্যা ডোপিং বা পারফরম্যান্স বর্ধক ড্রাগ গ্রহণ। রাশিয়ার এথলেটদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আগে থেকেই ছিল। সেখানে রীতিমতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এথলেটদের ড্রাগ দেয়া হত। এবার রাশিয়াকে আগামী চারবছরের জন্য বিশ্বের সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী ২০২০ সালের অলিম্পিক ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না এই দেশটি। সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানা যায়। রাশিয়াকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। তবে রাশিয়ার কোনো অ্যাথলেট কোনো প্রতিযোগিতায় খেলতে চাইলে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিতে পারবে।