ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


নারীদের ক্রিকেটে প্রথমবার স্বর্ণ জিতল বাংলাদেশ


৯ ডিসেম্বর ২০১৯ ০২:৫১

নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উত্তেজনাকর ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারায় তারা।

পোখারাতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেন করতে নেমে মাত্র ২ রানে ফিরেন আয়েশা। তারপর স্বল্প রানে আরো ৪ উইকেট পড়লে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৪ রানে মুর্শিদা ও ১৫ রানে সানজিদা আউট হন। আর বিনা রানে আউট হন ফারজানা ও রিতু মনি।

তবে পরবর্তীতে ধীর গতির ব্যাটিং করে ৩০ রান তুলে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন। ফাহিমা ফিরেন ১৫ রানে। তারপরে জাহানারা আলম ক্রিজে আসলেও তিনিও ফিরেন ২ রানে। শেষ দিকে নিগার সুলতানার অপরাজিত ২৯ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ নারী দল।

৯২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। নাহিদাদের বোলিং তোপে শুরুতেই ৪ উইকেট হারিয়েছে তারা। পরবর্তীতে ছোট ছোট জুটি গড়লেও উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ মেয়েরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা। এছাড়াও ১ টি করে উইকেট নেন জাহানারা, খাদিজাতুল কোবরা ও সালমা খাতুন।