ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আবারও ভারোত্তোলনে সোনা জিতলেন মাবিয়া


৮ ডিসেম্বর ২০১৯ ০০:৩৯

হতাশ করেননি দেশকে। হতাশ হননি নিজেও। এবারও দেশের মুখকে উজ্জ্বল করেছেন ভারোত্তোলনের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত।

নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান গেমসে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া।

এবারও দক্ষিণ এশিয়ার সেরা নারী ভারোত্তোলকের খেতাব জিতে নিলেন তিনি।

গত এসএ গেমসেও বাংলাদেশের জন্য সোনা উপহার এনেছিলেন মাবিয়া আক্তার। এবারও তিনি সোনা জিতবেন বলে আশা ব্যক্ত করেছিলেন কোচ।

কোচ ও দেশবাসীর সে আশাকে বাস্তবে রূপ দিলেন মাবিয়া।

তিনদিন পর এসএ গেমসে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। মাবিয়ার স্বর্ণসহ এ নিয়ে এখন পর্যন্ত পাঁচটি স্বর্ণপদক পেল বাংলাদেশ।

২০১৬ সালের এসএ গেমসে প্রথম মেয়েদের ভারোত্তোলন সংযুক্ত করা হয়। আর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে বাজিমাত করে বাংলাদেশের মাবিয়া।

একই বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন মাবিয়া। এ আসর থেকে একটি রুপাও পেয়েছিলেন তিনি।

নতুনসময়/আইকে