শুরুতেই ধাক্কা খেল আফগানিস্তান

এশিয়া কাপে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আফগান ওপেনার আহসানুল্লাহকে সাজঘরে পাঠিয়েছেন আবু হায়দার রনি। আবুধাবিতে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেটে ১২।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
চোটের জন্য এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। পিঠের ব্যথার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।
ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি পেসার আবু হায়দারের। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।
এমএ