ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী


২০ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৪

জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড়ের অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে ঢাকার মিরপুরে আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গণভবনে জাতীয় দলের সাবেক ফুটবলার মরহুম মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমীন মোনেম, জাতীয় হকি দলের খেলোয়াড় মরহুম জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলীর হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন তিনি।

ফ্ল্যাট বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম প্রমুখ।

এমএ