ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বাংলাদেশ মাঠে নামছে ৯ তরুণ নিয়ে


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৯

ফাইল ছবি

আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও দুদলেরই সুপার ফোর পর্ব নিশ্চিত হয়েছে। তাই নিয়মরক্ষার ম্যাচে তারুণ্যনির্ভর দল নামবে টাইগাররা।

তামিমের ইনজুরি ও মুশফিকের পাঁজরের হাড়ের আঘাতের কারণে দল অনেকটা অস্বস্তিতে রয়েছে। কারণ এই দুই রান মেশিন না থাকায় কঠিন পরীক্ষায় পড়বে টাইগাররা। টিম ম্যানেজমেন্ট আজ অনেক সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দিতে পারে। তামিম, মুশফিক, সাকিব ইনজুরিতে, তবে সাকিব খেলবেন।

সুপার ফোরের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হওয়ায় টিম বাংলাদেশ ৯ জন তরুণ নিয়ে দল গড়েছে। সিনিয়রদের মধ্যে দলে থাকছেন মাশরাফি ও রিয়াদ। আঘাত নিয়ে মুশফিক আগের ম্যাচ খেললেও আফগানের বিপক্ষে দলে থাকছেন না। তার পরিবর্তে মুমিনুল হককে খেলানো হতে পারে।

আফগানদের বিপক্ষে ওপেন করতে দেখা যেতে পারে লিটন-নাজমুল জুঁটিকে। যদিও মিঠুন ও শান্তকে নিয়ে যুক্তিতর্ক হয়েছে। এক্ষেত্রে বাঁহাতি হওয়ায় শান্তর পক্ষেই ভোট পড়েছে বেশি। সাকিবকে বিশ্রাম দিয়ে মাঠে নামতে পারেন নাজমুল অপুকে। একই সঙ্গে আরিফুলেরও স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের ম্যাচ শেষে বাংলাদেশ দলকে আবুধাবি থেকে দুবাই ফিরতে হবে। ২৪ ঘণ্টার ব্যবধানে ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলাদা দুটি ভেন্যুতে দুটি ম্যাচ খেলতে হবে টাইগারদের। তাই দলের সিনিয়রদের চাপে ফেলতে চাইছেন না বোর্ড কর্তৃপক্ষ।

মুশফিক, সাকিব বিশ্রামে থাকলে দলের জন্যই ভালো, এতে সুপার ফোরের ম্যাচে তাদের কোনো চাপে থাকতে হবে না। আবার অপরদিকে তরুণরাও বিদেশি কন্ডিনেশনে মানিয়ে খেলে জয় পেতে মরিয়া থাকবে।

আইএমটি