সাকিব এখন কলকাতায়!

গতকাল সবাই কে অবাক করে দিয়ে হটাৎ করেই কলকাতায় আসেন সাকিব আল হাসান। তিনি হায়াৎ রিজেন্সি হোটেলে উঠেছেন। আজকালের মধ্যেই ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে এই অলরাউন্ডারের।
বর্তমানে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর অপরাধে এ নিষেধাঙ্গা পান তিনি। ইডেন গার্ডেনে যখন বাংলাদেশ-ভারত গোলাপি টেস্ট চলছে, তখন তাঁর হঠাৎ কলকাতায় আসা তাই কৌতূহলের জন্ম দিয়েছে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলেও সাকিব ছিলেন নিরুত্তর। তবে অবাক হওয়ার বা চমকে যাওয়ার কিছু নেই।কারণ বাংলাদেশ দল ও বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সফর। সাকিবের কলকাতা আসার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।