ভারতকে ২৪৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

ভারত জাতীয় দলের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছে বাংলাদেশের জাতীয় দল। ইন্দোরের মাঠে বাংলাদেশকে এক প্রকার নাস্তানাবুদ করে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। তবে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ভারতকে অল্পেই বেঁধে ফেলেছে বাংলাদেশ দল।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে নির্ধারিত ৫০ ওভারের ২৪৬ রানে অলআউট হয়েছে ভারত। তাই জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ও ওপেনার রবি শরৎ এর উইকেট হারায় ভারতীয় ইমার্জিং দল। এরপর আরিয়ান জুয়াল ৩৭ ও সানভির সিং ২৬ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৮৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটি গড়েন আরমান জাফর ও ভিনয়ক গুপ্ত। মাত্র ৯৮ বলে ৮ চার ও ৩ ছয়ের মারে ১০৫ রান করেন আরমান। ভিনয়কের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৪০ রানের ইনিংস। শেষদিকে হৃত্বিক শোকেন ১৬ রান করলে ভারতের ইনিংস থামে ২৪৬ রানে।
নতুনসময়/আইকে