‘বাংলাদেশকে ভাবার সময় নেই, ট্রফিটা আমাদের লাগবেই’

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েই এবারের এশিয়া কাপটা শুরু করে আফগানিস্তান। আর শ্রীলঙ্কাকে হারিয়েই যেন এবার চাওয়াটাও বড় হয়ে গেল আফগানিস্তানের।
আজ বাংলাদেশের ম্যাচ নয়, আফগানদের চোখ যেন এবারের এশিয়া কাপের দিকে। এই ব্যাপারে রশিদ খান বলেন, ‘শুধু বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনার সময় নেই, এশিয়ান ক্রিকেটের সেরা হতে এই ট্রফিটা আমাদের লাগবেই।’
রশিদ খান আরও বলেন, ‘দেখেন বিগত কয়েক বছরে আমাদের দলটা বেশ উন্নতি করেছে। তাই আমরা এখন এতোটাও দুর্বল দল নয়। আমাদের লক্ষ্য এখন একটাই। সেটা হচ্ছে আমরা এবারের এশিয়া কাপটি ঘরে তুলতে চাই।’
কেআই