ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


শেষ ম্যাচের একাদশে যাদের নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা


১১ নভেম্বর ২০১৯ ০১:১৫

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে এখনও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ। আজ রবিবার (১০ নভেম্বর) নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুই দল। নাগপুরে জয় পেলেই ঐতিহাসিক সিরিজ জিতবে টাইগাররা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। কারণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে লজ্জাজনক ভাবে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে শুরুর দিকে রান ভালো করতে পারলেও শেষের দিকে ফিনিশাররা ব্যর্থ ছিল। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেনি আফিফ কিংবা মোসাদ্দেক হোসেনরা। তাই মোসাদ্দেকের পরিবর্তে শুরুর দিকে একজন বেশী ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে জায়গা পেতে পারেন মোহাম্মদ মিথুন। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ১০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে ১টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।


টাইগারদের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

নতুনসময়/আইকে