ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


প্রথম ওভারেই রোহিতকে ফেরালেন শফিউল


৪ নভেম্বর ২০১৯ ০৭:৩০

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ওভারে শফিউল ইসলামের হাতে বল তুলে দেন তিনি। শুরুটা হয়েছিল খুবই বাজে। ওভারের প্রথম পাঁচ ডেলিভারিতে ১০ রান দিয়ে বসেন শফিউল। রোহিত শর্মা হাঁকান দুই বাউন্ডারি।

তবে ভয়ংকর হয়ে উঠতে থাকা রোহিতকে এরপর আর এগোতে দেননি শফিউল। ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।

আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। রোহিত অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। স্ট্যাম্প পেয়ে যায় বল। ফলে হতাশা নিয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে।

এর আগে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩৫ রান।

নতুনসময়/আইকে