ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক চলছে


২৪ অক্টোবর ২০১৯ ০৮:২০

ক্রিকেটারদের দাবি ১১ দফা থেকে বেড়ে হয়েছে ১৩ দফা। সেই দাবির তালিকা আজ বুধবার ই-মেইল ও কুরিয়ার যোগে পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। সন্ধ্যায় গুলশানে ১৩ দফা দাবির বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেন ক্রিকেটারদের আইনজীবি ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

ওই সংবাদ সম্মেলন শেষে পরবর্তী করণীয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেন ক্রিকেটাররা। তার আগে সাকিব জানান, দ্রুত সমস্যার সমাধান করে যত শিগগির সম্ভব খেলায় ফিরতে চান তারা।

পরে নিজেদের মধ্যে আলোচনা শেষে বিসিবি কার্যালয়ে আসেন ক্রিকেটাররা। নিজেদের দাবি দাওয়া নিয়ে এখন বোর্ডের সঙ্গে বৈঠক চলছে তাদের।

বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান মোট ১৩ দফা দাবি তুলে ধরেন। বোর্ডের রাজস্ব ভাগের সঙ্গে নারী ক্রিকেট দলকেও ন্যায্য সুবিধা দেওয়ার কথা পরের দুই দফায় তুলে ধরা হয়।

নতুনসময়/আইকে