ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বিসিবিকে নতুন ১৩ দফা দাবি পাঠালো ক্রিকেটাররা


২৪ অক্টোবর ২০১৯ ০৫:১৫

বিসিবিকে নতুন করে ১৩ দফা দাবি পাঠিয়েছে ক্রিকেটাররা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানকে নিয়োগ দিয়েছে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা। তিনি গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ক্রিকেটারদের পক্ষ থেকে জানিয়েছেন, বিকেল ৪টায় বিসিবিকে ১৩ দফা দাবির লিস্ট কুরিয়ার ও ইমেইলের মাধ্যমে বিসিবিকে পাঠানো হয়েছে।

নতুন দুই দাবি

১২ নম্বর দাবি : ক্রিকেট বোর্ড যে রেভিনিউ পাচ্ছে তার ভাগ ক্রিকেটারদের দিতে হবে। লাভের একটা নির্দিষ্ট পরিমান তাদের দিতে হবে।

১৩ নম্বর দাবি : মেয়েদের ক্রিকেটে সমান সম্মান, বেতন ও পারিশ্রমিক দিতে হবে।

গত সোমবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে উপস্থিত হয়ে ধর্মঘটের ডাক দেন সাকিব আল হাসানের নেতৃত্বে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দ্রুত সমাধানের দাবিতে তারা ১১ দফা দাবি তুলেন।

নতুনসময়/আইকে