ঢাকা মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


ফুটবল সম্পর্কে যে মজার তথ্যগুলো আপনার অজানা


১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৬

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। বিশেষ করে ইউরোপ ও ল্যাতিন আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আজ আপনাদের জানাবো ফুটবল সম্পর্কে মজাদার অজানা কিছু তথ্য।

১) ১৯৫০ সালে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল ভারত কিন্তু যখন জানতে পেরেছে ফিফার নিয়ম অনুসারে খালি পায়ে খেলা যাবে না তখন নিজেদের প্রত্যাহার করে নেয় তারা।

২) ফুটবল খেলায় একজন খেলোয়াড় ৯০ মিনিটে প্রায় ৭ মাইল দৌড়ায়।

৩) ১৮৭৮ সালের আগে খেলায় কোন রেফারি থাকত না। দুই দলের দুইজন প্রতিনিধি থাকত। বাশির ব্যবহারও ছিল না। ব্যবহার হত চিৎকার, ইশারা ও ছুটির ঘন্টা।

৪) ১৮৭৮ সালের আগে কোন নির্ধারিত সময় ছিল না। আলোচনার মাধ্যমে তা করা হত। কয়েকবার বিরতির নিয়ম ছিল।

৫) ১৮৯০ সালে নেট ছাড়াই গোল হত। ১৮৬২ সালের আগে হাত দিয়ে মারলেও গোল হতো।

৬) ফুটবলে দ্রততম গোলের রেকর্ড ২.৮ সেকেন্ডে। দ্রুততম লাল কার্ড পাওয়ার রেকর্ড ২ সেকেন্ডে।

কেআই