ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টানা সাত ম্যাচের জয়ে ইউরো নিশ্চিত ইতালির


১৩ অক্টোবর ২০১৯ ২২:৩১

ছবি সংগৃহীত

শনিবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে ইউরো নিশ্চিত করেছে রবার্তো মানচিনির শিষ্যরা। দলের জয়ে গোল করেছেন জর্জিনহো এবং ফেডরিক বার্নারডেস্কি।

ইউরো-২০২০ বাছাইপর্বে ছুটছে ইতালির জয়রথ। এরই মধ্যে সাত ম্যাচের মধ্যে সবকয়টিতে জিতে নিশ্চিত করেছে আগামী বছরের ইউরোতে অংশগ্রহণ। সবমিলিয়ে এগারো ম্যাচ ধরে অপরাজিত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিজেদের ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টির সুবাদে দলকে লিড এনে দেন জর্জিনহো। এর ১৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন বার্নারডেস্কি।

এ জয়ের পর সাত ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইতালি। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গ্রিস। ইতালির সঙ্গে এ গ্রুপ থেকে ইউরো নিশ্চিতে দৌড়ে রয়েছে ফিনল্যান্ড। তাদের সংগ্রহ সাত ম্যাচে ১২ পয়েন্ট।