আফগানদের ১৩৮ রানে বেঁধে রাখল বাংলাদেশ

বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা আকাশ-পাতাল তফাৎ করে দিলো। দেড়শও ছাড়িয়ে পারেনি আফগানরা। শুরুর দিকে মনে হয়েছিল দুই শ’ রান অনায়াসে হবে আফগানিস্তানের।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে হযরতউল্লাহ জাজাইর ব্যাট থেকে।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৯.৩ ওভারে ছক্কা-চারের বৃষ্টি ঝরিয়ে ৭৫ রান তোলেন দুই আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে জাজাইকে ৪৭ ও এবং পঞ্ম বলে আসগর আফগানকে শূন্য রানে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি বয়ে আনেন আফিফ হোসেন।
২৯ রান করে গুরবাজ সাজঘরে ফেরেন মোস্তফিজের শিকার হয়ে। বাংলাদেশী বোলারদের মধ্যে আফিফ ২টি, সাইফউদ্দিন, সাকিব, শফিউল ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেন।
নতুনসময়/এসএম