ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আফগানদের বিপক্ষে টাইগার সম্ভাব্য একাদশ, খেলছেন না বিপ্লব


২১ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১

ফাইল ছবি

চার ম্যাচে তিন হার ও এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। তিনটি করে ম্যাচ খেলে দুই জয় ও এক পরাজয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ-আফগানিস্তান।

আগামী ২৪ সেপ্টেম্বর হোম অব ক্রিকেট মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে তারা। এর আগে নিজেদের আরেকবার পরখ করার সুযোগ পাচ্ছেন আফগান-টাইগাররা।


শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবেন তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


আফগানিস্তানের সাথে ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের৷ জিম্বাবুয়ের সাথে নিজেদের দুই ম্যাচ জিতলেও আফগানিস্তানের সাথে ম্যাচটি হেরেছিল টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে ফাইনালের আগে তা অবশ্যই আত্নবিশ্বাস যোগাবে বাংলাদেশকে।

ফাইনালের আগে আজকের এই ম্যাচে একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগারদের। তবে দুটি পরিবর্তন অনেকটা নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেকেই আলো ছড়ানো লেগ স্পিনার আমিনুল হক সে ম্যাচেই পড়েছেন ইনজুরিতে৷ হাতে সেলাই পড়েছে তিনটি।

গতকাল ব্যান্ডেন হাতে অনুশীলন করলেও ফাইনালে তাকে নিশ্চিত করতে আজ বিশ্রাম দেয়া হতে পারে৷ তার জায়গায় দলে আসতে পারেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ওপেনিংয়ে আগের ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হাসান শান্তর জায়গায় অভিষেক হতে পারে তরুণ নাঈম শেখের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

 

নতুনসময়/এস