ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


ম্যাচ শেষে সাকিব এর বক্তব্য


১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৪

ফাইল ছবি

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষেই প্রায় হারতে হারতে জিতেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২৫ রানে হেরে যায় সাকিবরা। কিন্তু তৃতীয় ম্যাচে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে ফাইনাল। আর ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারাতে চান সাকিব।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু প্রত্যাশামতো শেষ করতে পারিনি। তবে বোলাররা দুর্দান্ত ছিল, ফিল্ডাররাও।’

তিনি আরও বলেন, ‘এটা (ফিল্ডিং) পাঁচ বোলারকেই সহায়তা করেছে কারণ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ম্যাচ জেতাতে খুব বেশি দেখা যায় না। পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের এগিয়ে দেবে। টি-টোয়েন্টিতে এটি গুরুত্বপূর্ণ।’