আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে হারের দুয়ার থেকে ফিরেছে বাংলাদেশ আফিফ হোসেনের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে। নিজের সেরাটা দিতে পারছেনা দলের সব থেকে বড় তারকা সাকিব আল হাসান। দুজন টিম বয়কে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন অধিনায়ক সাকিব। দীর্ঘ সময় এভাবে তাকে অনুশীলন করতে দেখেননি কেউ। ফর্মে ফিরতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁ-হাতি এ অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে যেমন নিজের ছায়া হয়ে ছিলেন, ত্রিদেশীয় টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও তেমনি সবকিছুতেই হতশ্রী ভাব। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ভালো না করতে পারার যন্ত্রণা দ্রুতই লাঘব করতে চান সাকিব। এজন্যই বাড়তি অনুশীলন।
খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে থাকার কথা জানালেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। মিরপুর ইনডোরে কাল ব্যাটিং কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই কঠিন। একজন সব সময় রান করবে না, সাকিবকেও সব সময় একইভাবে দেখা যাবে না। এই দলটাই গত ছয় মাস ধরে ভালো ক্রিকেট খেলছে। দু’একটা ম্যাচে রান না পাওয়ায় হতাশ হয়ে পড়ার মতো কিছু হয়নি। এই দলে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে, তাদের ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটেই বাংলাদেশের রেকর্ড ভালো নয়। টি ২০তে তো আরও খারাপ। এখন পর্যন্ত চার ম্যাচে মুখোমুখি হয়ে আফগানদের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। গত বছর ভারতের দেহরাদুনে তিন ম্যাচের টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হন সাকিবরা। চট্টগ্রামে একমাত্র টেস্টেও আফগানিস্তান জিতেছে দাপটের সঙ্গে। এছাড়া বাংলাদেশ যেখানে টি ২০ র্যাং কিংয়ে ১০ নম্বরে, আফগানিস্তান সেখানে সাতে। সব কিছুতেই এগিয়ে রশিদ খানরা।
প্রথম ম্যাচে মাত্র ৬০ রানের মধ্যেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। পরীক্ষিত ব্যাটসম্যানরা কেউই নিজেদের প্রমান করতে পারেননি। তার আগে বোলিংয়ে সাকিব চার ওভারে ৪৯ রান দিয়েছেন। তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমানও রান আটকাতে পারেননি। আফগানিস্তানের পেস ও স্পিন বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে। তাদের ব্যাটসম্যানরাও এই ফরম্যাটে ধারাবাহিক ও আক্রমণাত্মক।
ত্রিদেশীয় টি ২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। জিম্বাবুয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী তারা। টি ২০ ক্রিকেটে তো আরও ভয়ংকর। তবু প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
নতুনসময়/আইকে