ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আফগানিস্তানের বিপক্ষে নেই সাকিব!


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৭

সাকিব আল হাসান মেয়ের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসছেন। ফলে বাংলাদেশের হয়ে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দেখা যাবে না তাকে।

জানা গেছে, আলাইনা বাবা-মায়ের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। তাকে দেশে রেখে আসায় সাকিব এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন।

সূত্র জানায়, অসুস্থ মেয়েকে দেশে রেখে আোয় বাধ্য হয়েই সাকিব দেশে ফিরছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমান ধরবেন সাকিব। আগামী ১৯ অথবা ২০ তারিখে সাকিব দুবাই ফিরবেন বলে সূত্র জানিয়েছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তবে এবারের এশিয়া কাপে ইঞ্জুরি টাইগারদের পিছু ছাড়ছে না। ইঞ্জুরির কারনে তামিম ইকবালকেও দেশে ফিরতে হচ্ছে আজ।

ইঞ্জুরি মুশফিকুর রহীমেরও। তাই বাধ্য হয়ে তামিম-সাকিব-মুশফিক ছাড়াই মাশরাফি-রিয়াদ এর নেতৃত্বে নয়জন তরুণ দিয়ে গড়া দল নিয়ে আফগানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আইএমটি