ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বৃষ্টির কবলে চট্টগ্রাম টেস্ট, সাকিবরা হোটেলে


৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৬

কাল সংবাদ সম্মেলনে হাসির ছলে অধিনায়ক বলেছিলেন একমাত্র বৃষ্টিই পারে ভাগ্য বদলাতে। অধিনায়কের কথাকে সৃষ্টিকর্তা আমলে নিয়ে কি না তা এখনই বলা কঠিন হলেও আরেকবার বৃষ্টি চট্টগ্রাম টেস্টের শিরোনামে। পঞ্চম ও শেষদিনের সকাল জুড়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বৃষ্টির পানিতে সয়লাব প্রায়!

সকাল সাড়ে ৯টা থেকে এদিনের খেলা শুরুর নির্ধারিত সময় ছিলো। বৃষ্টির পানিতে মাঠের যা অবস্থা তাতে যদি বৃষ্টি থেমেও যায় তবুও দিনের প্রথম সেশনের খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!


সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ দল মাঠেই আসেনি। অবস্থান করছে হোটেলে। আফগানিস্তান দল কিন্তু ঠিকই মাঠে চলে এসেছে। চট্টগ্রাম টেস্ট জয় থেকে তারা মাত্র ৪ উইকেট দূরে।

বাংলাদেশের টার্গেট ৩৯৮ রান। চতুর্থদিনের খেলা শেষে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৩৬ রান। ম্যাচ জিততে শেষদিনে বাংলাদেশের চাই আরও ২৬২ রান। পরিস্থিতির বিবেচনায় যা ভীষণ ভীষণ কঠিন কাজ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান প্রথম ইনিংস : ১১৭ ওভারে ৩৪২
(ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, হাশমতউল্লাহ ১৪, আসগর ৯২, নবী ০, আফসার ৪১, রশিদ ৫১, কায়েস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪/১১৬, সাকিব ২/৬৪, মিরাজ ১/৭৩, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯, সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৭০.৫ ওভারে ২০৫
(সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪, নাঈম ৭; আহমেদজাই ১/২১, নবি ৩/৫৬, জহির ০/৪৬, রশিদ ৫/৫৫, কায়েস১/২২)।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস : ৯০.১ ওভারে ২৬০
(ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, হাশমতউল্লাহ ১২, আসগর ৫০, আফসার ৪৮*, নবী ৮, রশিদ ২৪, কায়েস ১৪, আহমেদজাই ৯; জাহির ০; সাকিব ৩/৫৮, মিরাজ ২/৩৫, তাইজুল ২/৮৬, নাইম ২/৬১, মুমিনুল ০/১৩, মোসাদ্দেক ০/৩)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৪৪.২ ওভারে, ১৩৬/৬
(সাদমান ৪১, মুশফিক ২৩, সাকিব ৩৯*, সৌম্য ০*, রশিদ ৩/৪৬)

নতুনসময়/আইকে