ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাঠে আফগান-লঙ্কা, যার পক্ষে বাংলাদেশ


১৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৭

এশিয়াকাপের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয় ম্যাচটি। ‘বি’ গ্রুপের এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৮ রান।

টুর্নামেন্টে আফগানিস্তান আজ তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। অন্যদিকে, শ্রীলঙ্কা আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে হেরেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার আজ জয়ের কোনো বিকল্প নেই। আজ হারলেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে। ওঠে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান। যদি কম ব্যবধানে শ্রীলঙ্কা জিতে যায়, তখন আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মালিঙ্গাদের।

আজকের ম্যাচে আফগানরা জিতলে বাংলাদেশের আর কোন চিন্তা নেই। সে কারণে অনেক টাইগার সমর্থক আজ রশিদ খানদের সমর্থন দিচ্ছে।

শ্রীলঙ্কা একাদশ: কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল পেরেরা (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, থিসারা পেরেরা, শিহান জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, দুশমান্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, গুলবদিন নাইব, হাশমতউল্লাহ শহীদি, আসঘার আফগান (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশীদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম।

এসএ