যে কারণে ২৫টি ট্যাবলেট খেয়েছেন মুশফিক

এশিয়াকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪ রান করে দলকে বিপদ থেকে টেনে তুলেছন। আসরের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মিস্টার ডিপেন্ডেবলের এমন ইনিংসের পেছনে রয়েছে কঠিন একটি গল্প। ম্যাচ শেষে নিজেই জানিয়েছে সেই কথা। ম্যাচ শুরুর তিন দিন আগে অনুশীলনে পাঁজরে ব্যাথা পেয়েছিলেন টাইগার এই উইকেট কিপার ব্যাটসম্যান। ব্যাথা নিয়েই দেশের জন্য খেলে গেছেন তিনি। শুধু তাই নয়। চোটটা এমন এক জায়গায় যে সেখানে ইনজেকশন দেওয়া যায় না। আবার যায় না ব্যান্ডেজ করাও। মুশফিকুর রহিম তাই নিজেকে খেলার মতো ফিট রাখছেন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে।
তিনি বলেন, বাঁ পাঁজরের ৯ নম্বর হাড়টা ভেঙে গেছে। এখনো ওটা ভাঙাই আছে। এটা এমন একটা জায়গা যেখানে ইনজেকশনও দেওয়া যায় না। টেপ লাগিয়ে ট্যাবলেট খেয়ে যতটুকু খেলা যায়। চার দিনে ২৫টির মতো ব্যথানাশক ট্যাবলেট খেয়েছি।
তবে নিজের ব্যথা মুশফিক ভুলে যাচ্ছেন তামিম ইকবালের সাহস দেখে, ওর কিন্তু এক জায়গায় ভাঙেনি। দুই-তিন জায়গায় ভেঙেছে। ওই অবস্থায় খেলতে নামাটা অনেক সাহসী সিদ্ধান্ত এবং তামিম নিজেই সিদ্ধান্তটা নিয়েছে। দেশের প্রতি, খেলার প্রতি তার যে প্রতিজ্ঞা আর নিবেদন, এটা তা-ই প্রমাণ করে। ওকে দেখে সে জন্যই অন্য রকম একটা তাড়না কাজ করেছে আমার মধ্যে। আর কিছু না হোক, তামিমের জন্য হলেও আমাকে ২৫-২৬টা রান করতে হবে যাতে আমরা লড়াই করতে পারি।
এসএ