ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন সাব্বির


১৭ আগস্ট ২০১৯ ১৯:২৯

ছবি সংগৃহিত

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান তার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সাব্বির শুক্রবার বিকালে তার মা ও বাবাকে সঙ্গে নিয়ে গণভবনে এসে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। এরকম আমন্ত্রণপত্র করার কারণ ব্যাখ্যা করে সাব্বির বলেন, বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে সেটাই বোঝাতে চেয়েছেন।

আমন্ত্রণপত্র গ্রহণকালে প্রধানমন্ত্রী সাব্বিরের জীবনের নতুন ইনিংসের সাফল্য কামনা করে তাকে আশীর্বাদ করেন।
অলরাউন্ডার সাব্বিরের বিবাহত্তোর সংবর্ধনা আগামী ২০ অগাস্ট অনুষ্ঠিত হবে।-বাসস