জয়টি অন্যরকম উদযাপন করলেন প্রবাসীরা

এমন ঘটনা ঘটেছিল রাশিয়া বিশ্বকাপের সময়। তখন জাপানি দর্শকরা ম্যাচ শেষে নিজেদের ব্যবহৃত জায়গাটুকু সাফ করে গেছিলেন। এর আগে, জাপান ফুটবল দলও এমন উদাহরণ গড়েছিল। প্রতিটি ম্যাচের শেষেই তারা সাজঘরটি পরিষ্কার রেখে যেতেন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে একই জিনিস করে দেখালেন বাংলাদেশের দর্শকেরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয়টি তারা উদ্যাপন করলেন গ্যালারি পরিষ্কার করে।
ম্যাচ শেষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি দর্শকদের পরিচ্ছন্নতা অভিযান ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন মহানুভব উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছে বিভিন্ন মহল।
শনিবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে দুবাই স্টেডিয়াম ভরপুর ছিল বাংলাদেশি দর্শকে। আরব আমিরাতে ঐতিহাসিকভাবেই বিপুলসংখ্যক বাংলাদেশি জনগোষ্ঠীর বাস। দেশটির মোট জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশই বাংলাদেশি। দীর্ঘ ২৩ বছর পর আমিরাতের মাটিতে টাইগারদের খেলা বাংলাদেশিরা প্রাণভরেই উপভোগ করেছেন। মাঠে ইতিহাস গড়েছেন ক্রিকেটাররা। ম্যাচ শেষে বাংলাদেশি দর্শকদের তৈরি করা উদাহরণও দিনটিকে করেছে আরো স্মরণীয়।
এমন ঘটনা মাশরাফির চোখও এড়ায়নি। তাই ম্যাচ শেষে মাশরাফি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি সমর্থকদের সঙ্গে বাংলায় কথা বলতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাওয়ায়। আমি জানি, অনেক প্রবাসী ভাই আরব আমিরাতে থাকেন। এই জয় আপনাদের জন্য। আশা করি, সামনের ম্যাচগুলোতেও আপনারা এভাবে সমর্থন দেবেন।’
এমএ