ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


তামিমের এমন ঘটনায় যা লিখল ‘আনন্দবাজার’


১৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৭

এশিয়ার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছিল বাংলাদেশ। তখন চলছিল ৪৭তম ওভারের খেলা। ৪৬.৫ ওভারে ভুল বুঝাবুঝির খেসারত হিসেবে রান আউট হন দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। উইকেটের অন্যপ্রান্তে মুশফিকুর রহিম উল্টো ঘুরে হাঁটা ধরলেন প্যাভিলিয়নের দিকে। কিন্তু একটু গিয়ে থমকে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই দেখলেন গ্লাভস ও ব্যাট হাতে মাঠে নামছেন তামিম। কিন্তু দুই আঙুলের ব্যান্ডেজ নিয়ে এও কি সম্ভব।

তামিমের এমন অভাবনীয় ঘটনায় বসে থাকতে পারল না ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’। তামিমের প্রশংসায় আনন্দবাজার যা লিখল তা নতুনসময়ের পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হল:

খবরের শিরোনাম ছিল: তামিমের এক হাতে ব্যাটিংকে দৃষ্টান্ত বলছে ক্রিকেটমহল

‘শনিবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় ওভারেই বাঁ কবজিতে চোট পেয়েছিলেন। বেরিয়ে আসতে হয়েছিল মাঠ থেকে। স্ক্যানে দেখা যায়, ভেঙেছে কবজি। এশিয়া কাপে আর খেলাই সম্ভব নয়। তার পরেও নয় উইকেট পড়ার পর ৪৭তম ওভারে তামিম ইকবালকে ব্যাট হাতে ক্রিজে যেতে দেখে অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব।’

‘২৯ বছর বয়সী তামিম তিন বলে দুই রান করে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। যখন ফিরলেন, তখন নয় উইকেটে বাংলাদেশ ২২৯। বাকি তিন ওভার। তামিম নেমে এক হাতে খেলেন ওই ওভারের শেষ বল। তাঁকে অবশ্য বাকি সময় আড়াল করে রাখেন মুশফিকুর।’

‘তবে এক হাতে তাঁর ব্যাটিং ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তিনি। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তার ৩২ রানের বাংলাদেশকে আড়াইশোর ওপারে পৌঁছেও দেয়। এবং বাংলাদেশ জিতেই শুরু করে এশিয়া কাপে অভিযান।’

‘দেশের জন্য তার এ আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে কিনা তা সময়ই বলে দিবে। কিন্তু ক্রিকেট বিশ্বে তার এ ত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তামিম এদিন মাঠে নেমে প্রমাণ করলেন তার চেয়ে দেশ অনেক বড়। দেশের প্রতিনিধিত্ব করাই সম্মানের।’

ম্যাচসেরা মুশফিকুর বলেন, ‘তামিমকে ব্যাট করতে আসতে দেখে অবাক হয়ে যাই। এটা দারুণ মানসিকতার পরিচয়।’

এমএ